Top News

মোহাম্মদপুর থেকে গ্রেফতার ৭ ডাকাত কারাগারে

মোহাম্মদপুর থেকে গ্রেফতার ৭ ডাকাত কারাগারে নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫
মোহাম্মদপুর থেকে গ্রেফতার ৭ ডাকাত কারাগারে গ্রেফতার ৭ ডাকাত রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ গ্রেফতার ডাকাত দলের সাত সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান পুলিশের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। বিজ্ঞাপন বিজ্ঞাপন কারাগারে যাওয়া আসামিরা হলেন- মো. সজীব গাজী (২৭), মো. রাজন (৩০), মো. সোহেল (৩০), মো. জসিম (২৪), মো. মামুন (২৪), মো. ইব্রাহিম (২৩) ও মো. রবিন (২০)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের থেকে দুটি চাপাতি উদ্ধার করে ডিবি পুলিশ।

Post a Comment

Previous Post Next Post