কার নির্দেশে নুরের ওপর হামলা, জবাব চাই: সারজিস
NotunkhoborAugust 30, 20250
ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের অন্যতম সহযোগী, আন্দোলনের নেতাদের একজন এবং এনসিপি নেতা সারজিস আহমেদ ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি প্রশ্ন তুলে বলেছেন, ‘কার নির্দেশে নুর ভাইকে রক্তাক্ত করা হলো?’
শুক্রবার (২৯ আগস্ট) রাত ১০টার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। পোস্টে তিনি বলেন, ‘সেনাবাহিনীর মতো একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনী কোনো নির্দেশ ছাড়া পদক্ষেপ নেয় না। তাই এই হামলার পেছনে কার নির্দেশ ছিল, তার জবাব সেনাপ্রধানকে দিতে হবে।’
আরও পড়ুনঃ আলোচিত ‘কব্জিকাটা গ্রুপ’, যেভাবে রাজমিস্ত্রি থেকে সন্ত্রাসী গ্রুপের প্রধান আয়েশা!
সারজিস বলেন, ‘আন্দোলনের অন্যতম সহযোদ্ধা নুর ভাইয়ের ওপর সেনাবাহিনীর এই বর্বর রক্তাক্ত হামলাকে আমি স্বাভাবিক হামলা হিসেবে দেখি না। সেনাবাহিনী উপরের নির্দেশ ছাড়া একটা পা-ও ফেলে না। তাহলে কার নির্দেশে নুর ভাইকে রক্তাক্ত করা হলো?’
তিনি আরও দাবি করেন, সেনাবাহিনীর ভেতরের একটি মহল রাজনৈতিক স্বার্থে এমন হামলার সঙ্গে যুক্ত থাকতে পারে। একইসঙ্গে পুলিশের মধ্যকার আওয়ামীপন্থী ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।
সারজিস হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা পিছন থেকে কালো হাতের খেলা খেলার চেষ্টা করছে তাদের কালো হাত ভেঙে দেয়া হবে।’
আরও পড়ুনঃ বিমান বিধ্বস্তের সময় ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা নিয়ে যা জানা গেল
এর আগে, রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণঅধিকার পরিষদের নেতারা। তখন এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় জাপা কার্যালয়ের সামনে এক দফা সংঘর্ষ হয়।
00
কার নির্দেশে নুরের ওপর হামলা, জবাব চাই: সারজিস
sumon_99
0
Post a Comment