শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল, ইমাম-মুয়াজ্জিনসহ আটক ৩

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল, ইমাম-মুয়াজ্জিনসহ আটক ৩
নোয়াখালী প্রতিনিধি আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১০:১৩ এএম|অনলাইন সংস্করণ অ- অ+ শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল। ছবি : সংগৃহীতX শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল। ছবি : সংগৃহীত নোয়াখালীর কবিরহাটে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়। পরে এক যুবলীগ নেতা এবং ইমান-মুয়াজ্জিনসহ তিনজনকে আটক করে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের সাত বাড়িয়া জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন নিজাম উদ্দিন, নজরুল ইসলাম ও মো. করিম। তাদের মধ্যে নিজাম উদ্দিন মসজিদের ইমাম, নজরুল মুয়াজ্জিন ও করিম ইউনিয়ন যুবলীগের সদস্য। এর আগে, একই দিন বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের সাত বাড়িয়া এলাকার মরহুম ছাত্রলীগ নেতা স্বপন মোল্লার বাড়িতে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক ছাত্রলীগ নেতা স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশনের ব্যানারে একই ওয়ার্ডের সাত বাড়িয়া ছাত্রলীগ-যুবলীগ এই কর্মসূচির আয়োজন করে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম স্বপন মোল্লার বাড়িতে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ-মাহফিলের আয়োজন করে স্থানীয় যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। পার্শ্ববর্তী সাত বাড়িয়া জামে মসজিদের ইমাম মুয়াজ্জিন ওই মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন। এরপর দলীয় নেতাকর্মীরা মিলাদ ও দোয়া মাহফিলের একটি ভিডিও ফেসবুকে শেয়ার দেয়। এ ভিডিও স্থানীয় প্রশাসনের নজরে এলে তারা ভিডিও দেখে অভিযানে নামে। পরে একই দিন রাত ৮টার দিকে অভিযান চালিয়ে ইমাম-মুয়াজ্জিন এবং যুবলীগ নেতা সুমনসহ তিনজনকে আটক করে। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কর্মসূচির প্রতিবাদে রাতেই উপজেলার চাপরাশিরহাট বাজারে যুবদল ও জামায়াতের যুব বিভাগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। কালবেলা হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন নোয়াখালীকবিরহাটমৃত্যুবার্ষিকীআটক কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন মন্তব্য করুন তরুণদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ : আজাদ কালবেলা প্রতিবেদক আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৯:৪৪ এএম|অনলাইন সংস্করণ অ- অ+ নারী সমাবেশে বক্তব্যকালে আবুল হোসেন আজাদ। ছবি : সংগৃহীত নারী সমাবেশে বক্তব্যকালে আবুল হোসেন আজাদ। ছবি : সংগৃহীত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ বলেছেন, গণতান্ত্রিকভাবে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন অনুষ্ঠান ছাড়া জাতির সামনে বিকল্প নেই। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হতে হবে। এ সময় তিনি বলেন, তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষিত বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির উদ্যোগে বড়েঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আজাদ এসব কথা বলেন। আবুল হোসেন আজাদ বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে অধিকার ফিরে পাওয়ার জন্য। তার মধ্যে এক নম্বর অধিকার ছিল ভোটের অধিকার যেন ফিরে পায়। এখন সেই পরিবেশ নিশ্চিত হয়েছে। স্বৈরতন্ত্রের পতন হয়েছে গণতন্ত্র, স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার জন্য। যদি সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা না যায়, তাহলে অধিকারও প্রতিষ্ঠা হবে না। আর এ জন্য একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়া দরকার। তিনি বলেন, ফ্যাসিবাদ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। দেশের ভেতরে এবং দেশের বাইরে পতিত ফ্যাসিবাদ ও তার দোসররা যেভাবে কথা বলছে, যেভাবে চলাফেরা করছে- সেটা আমাদের মতো গণতন্ত্রকামীদের জন্য সতর্কসংকেত। ১৫ বছরের সেই ইতিহাস গুম, খুন ও লুণ্ঠনের ইতিহাস। ভোটের অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছিল। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, জাতির ক্রান্তিকালে বরাবরই তরুণ সমাজ, যুবসমাজ প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। জুলাই-আগস্ট গণআন্দোলনেও তরুণ প্রজন্মের নেতৃত্বেই জাতি ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষিত বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানাই। আজাদ বলেন, আগামীতে জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে আমাদের প্রধান কাজ হবে ৩১ দফা বাস্তবায়ন। এ জন্য যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে বিশেষ ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ শাসনামলে বিএনপির নেতাকর্মীদের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। বিএনপির টিকে থাকার সংগ্রাম মোটেও সহজ ছিল না। কিন্তু বৈরী সময়ে বিএনপি শুধু টিকেই থাকেনি, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে আন্দোলন-সংগ্রামের গণতান্ত্রিক যত পথ ছিল, সব পথে সক্রিয় ছিল বিএনপি। চব্বিশের গণঅভ্যুত্থানের পাটাতন বিএনপিই তৈরি করেছিল। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রেহেনা আজাদ বলেন, বিএনপি গণমানুষের দল। জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জনে বিএনপি নেতাকর্মীদের জনগণের দোরগোড়ায় যেতে হবে। মানুষ পছন্দ করে না, এমন কোনো কাজ করা যাবে না। ইতিবাচক কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে, যেটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যেই বলেছেন। উপজেলা বিএনপির এই শীর্ষ দুই নেতা আগামী জাতীয় নির্বাচনে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতীয়তাবাদী দলের প্রার্থীকে ধানের শীষে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান। ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় নারী সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি প্রভাষক আলাউদ্দিন আলা, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী ঢালী, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, যশোর জেলা মহিলা দলের সহ-সভাপতি নুরুন্নাহার নুরি, যুগ্ম-সম্পাদক নাজমা সুলতানা প্রমুখ। কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন মন্তব্য করুন কালবেলা গোপনীয়তার নীতি শর্তাবলি মন্তব্য প্রকাশের নীতিমালা বাংলা কনভার্টার বিজ্ঞাপন যোগাযোগ সম্পাদক : সন্তোষ শর্মা প্রকাশক: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বিভাগীয় প্রধান (অনলাইন): পলাশ মাহমুদ সোশ্যাল মিডিয়া নিউজলেটার কালবেলা থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। মোবাইল অ্যাপস অ্যান্ড্রয়েড আইফোন ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © কালবেলা মিডিয়া লিমিটেড ২০২৫

Post a Comment

Previous Post Next Post