হাসনাত আবদুল্লাহর নামে ‘ভুয়া’ অ্যাকাউন্ট খুলে হাসনাতকেই ব্লক
আরটিভি নিউজ
প্রকাশিত: সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১১:৪০ এএম
শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
বিজ্ঞাপন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছে দুষ্কৃতিকারীরা। শুধু তাই নয়, অ্যাকাউন্টটি ভ্যারিফায়েড করে ব্লু ব্যাজও অর্জন করেছে তারা। পাশাপাশি তারা হাসনাত আব্দুল্লাহর মূল অ্যাকাউন্টটিকে ব্লক করে দিয়েছে।
বিজ্ঞাপন
রোববার (১ সেপ্টেম্বর) সকালে হাসনাত আব্দুল্লাহ তার নামে ভুয়া অ্যাকাউন্টের বিষয়ে একটি গণমাধ্যমে কথা বলেছেন।
বিজ্ঞাপন
হাসনাত আব্দুল্লাহর মূল ফেসবুক অ্যাকাউন্ট
তিনি বলেন, আমার ছবি দিয়ে খোলা, আমার নামে বিভিন্ন স্ট্যাটাস দেওয়া এবং ব্লু ব্যাজ নিয়ে ভ্যারিফায়েড অ্যাকাউন্টটি আমার নয়, এটা ফেক। ষড়যন্ত্রের অংশ হিসেবে দুষ্কৃতিকারীরা এটা খুলে আমাকে ব্লক করে দিয়েছে। লাল প্রোফাইল ও কাল ব্যাকগ্রাউন্ডে ‘আমি কখনো হারিনি, হয় জিতেছি নয় শিখেছি’ সংবলিত লেখা কভারের অ্যাকাউন্টটিই আমার। এর বাইরে আর কোনো ফেসবুক অ্যাকাউন্ট আমার নেই। আমার প্রোফাইলের বায়োতে ‘তুমিও মানুষ আমিও মানুষ
তফাৎ শুধু শিরদাঁড়ায়. . .’ এই লেখাটি রয়েছে
Copied from: https://rtvonline.com/
হাসনাত আবদুল্লাহর নামে ‘ভুয়া’ অ্যাকাউন্ট খুলে হাসনাতকেই ব্লক
sumon_99
0
Post a Comment