বিশেষ প্রতিবেদন
ডেঙ্গুর সঙ্গে বাড়ছে চিকুনগুনিয়ার প্রকোপ (ভিডিও)
প্রকাশিত: শুক্রবার, ২4 আগস্ট ২০২৫ , ০৯:৫৭ পিএম
শেয়ার করুন:
https://youtu.be/f7hkZ-Ncs5s?si=j7nkok1dHdW4bgiD
চলতি বছর জুনের মাঝামাঝি থেকেই বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। সাথে পাল্লা দিয়ে বাড়ছে চিকুনগুনিয়াও।
বিজ্ঞাপন
জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু ও নারীসহ নানা বয়সীর মানুষ। যাদের মধ্যে জ্বর, খিঁচুনির মতো উপসর্গ নিয়ে রক্তক্ষরণসহ, পাতলা পায়খানা ও তীব্র মাথাব্যথা নিয়ে ভর্তি হচ্ছে বেশিরভাগ মানুষ।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৯৫৫ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৬ হাজার ৫৫৭ জন। মারা গেছেন ১১০ জন।
বিজ্ঞাপন
Loaded: 24.11%
Remaining Time -9:43
চিকিৎসকরা বলছেন, জ্বরের সাথে যেকোনো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালের শরণাপন্ন হতে। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে বাঁচতে জনসচেতনতা জরুরি।
আরও পড়ুন
হাসিনার বক্তব্য প্রচার নিয়ে সরকারের কড়া বার্তা
কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, এডিস মশার প্রজনন নিয়ন্ত্রণ ছাড়া পরিস্থিতি আরও জটিল হতে পারে। মশাবাহিত রোগের মধ্যে ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভয়ংকর রূপ ধারণ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে এ বিষয়ে সতর্ক বার্তা জারি করেছে। তারা হুঁশিয়ারি করেছে যে পৃথিবীর অর্ধেক মানুষ ডেঙ্গু-চিকুনগুনিয়া ঝুঁকিতে রয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এডিস মশার মাধ্যমে চিকুনগুনিয়া, ডেঙ্গু ও জিকা ছড়ায়। আর এটিকে নিয়ন্ত্রণ করতে পারলেই এই তিনটি রোগকে নিয়ন্ত্রণ করা যায়। জনগণের সম্পৃক্ততা ছাড়া শুধুমাত্র সরকার একা এডিস মশা নিয়ন্ত্রণ করতে পারবে না। এটা নিয়ন্ত্রণে সবার সম্মিলিত প্রয়াস প্রয়োজন। সবাই একটু সচেতন হলেই এর থেকে বাঁচা সম্ভব।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সব জায়গায় প্রচার চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।
ডেঙ্গুর সঙ্গে বাড়ছে চিকুনগুনিয়ার প্রকোপ
sumon_99
0
Post a Comment