নতুন ফোন আনল গুগল, ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ!

নতুন ফোন আনল গুগল, ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ! আরটিভি নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ , ০৫:৩৬ পিএম
Copied from: https://rtvonline.com স্মার্টফোনের বাজারে রীতিমতো বিপ্লব আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে গুগল। পিক্সেল সিরিজের একাধিক স্মার্টফোন এনেছে টেক সংস্থটি। পিক্সেল ১০, পিক্সেল ১০ প্রো, পিক্সেল ১০ প্রো এক্সএল এবং পিক্সেল ১০ প্রো ফোল্ড রয়েছে এই তালিকায়। এর মধ্যে পিক্সেল ১০ প্রো ফোল্ড স্মার্টফোনের স্পেসিফিকেশন ও ফিচার বেশি আকর্ষণ করছে গ্রাহকদের। বিজ্ঞাপন এআই সাপোর্ট ছাড়াও এই ফোনে রয়েছে অসংখ্য নতুন ফিচার। যা স্মার্টফোনপ্রেমীদের এই ফোনের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে, এই ফোনে হোয়াটসআপে যাবতীয় কার্যক্রম, যেমন- চ্যাট, অডিও-ভিডিও কল সব চালানো যাবে ইন্টারনেট ছাড়াই। সত্যিই, ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ। মূলত স্যাটেলাইট নেটওয়ার্কের সহায়তায় এই ফোনে কাজ হবে বলেই জানিয়েছে গুগল। অর্থাৎ, ব্যবহারকারী এমন কোনো জায়গায় আছেন যেখানে মোবাইল সিগন্যাল বা ওয়াই-ফাই সংযোগ নেই, সেখানেও তিনি স্যাটেলাইট নেটওয়ার্কের সহায়তায় হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন। আর এটি কেবল জরুরি মুহূর্তেই নয়; ব্যবহার করা যাবে সবসময়ই। বিজ্ঞাপন গুগলের মতে, হোয়াটসঅ্যাপে স্যাটেলাইট কলিং বর্তমানে শুধু নির্বাচিত কিছু নেটওয়ার্ক ক্যারিয়ারের সঙ্গে কাজ করবে। এ ছাড়াও এই ফিচারটি ব্যবহারের জন্য অতিরিক্ত চার্জও ধার্য করা হতে পারে। অ্যাপল এরই মধ্যে আইফোনগুলোতে স্যাটেলাইট ফিচার অফার করেছে, তবে এটি কেবল জরুরি টেক্সট মেসেজ পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। কিন্তু গুগলের এই পদক্ষেপ ব্যবহারকারীদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে, কারণ তারা সরাসরি হোয়াটসঅ্যাপে ভয়েস ও ভিডিও কলিং করতে পারবে। বিশেষ করে যেসব অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় সেখানে এই ফিচার্সটি দারুণভাবে কাজে দেবে। বিজ্ঞাপন স্যাটেলাইটভিত্তিক হোয়াটসঅ্যাপ কলিং ফিচারটি আগামী ২৮ অগাস্ট থেকে পাওয়া যাবে, এমনটাই গুগল তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে জানিয়েছে। একইদিন পিক্সেল ১০ সিরিজের ফোনগুলো প্রথমবারের মত বাজারে বিক্রি শুরু হবে বলে জানিয়েছে গুগল। এই গুগল পিক্সেলের ফোনে এই ফিচারটি সক্রিয় করার পরে ফোনের স্ট্যাটাস বারে একটি স্যাটেলাইট আইকন প্রদর্শিত হবে যা নির্দেশ করবে যে কলটি স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে করা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post