সাঈদীর রায়ে মিষ্টি বিতরণকারী সেই আ.লীগ নেতাকে যা করলো জনতা

সাঈদীর রায়ে মিষ্টি বিতরণকারী সেই আ.লীগ নেতাকে যা করলো জনতা উপজেলা প্রতিনিধি, ইন্দুরকানী (পিরোজপুর) প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০১: ৪৯ আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৩: ২৮
পিরোজপুরের ইন্দুরকানীতে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের অভিযোগে আওয়ামী লীগ নেতা হিরণকে ছাত্র-জনতা আটক করে গণধোলাইয়ের পরে পুলিশে সোপর্দ করেছে। শনিবার রাত ৯টার দিকে উপজেলার ঘোষেরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মিথ্যা মামলায় ফাঁসির রায় ঘোষণার পর লিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিরণ এলাকায় প্রকাশ্যে আনন্দ উল্লাস করে মিষ্টি বিতরণ করেছিলেন। এরপর থেকে দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও শনিবার রাতে ঘোষেরহাট বাজার এলাকায় তাকে স্থানীয় ছাত্র-জনতা দেখতে পেয়ে আটক করে। প্রথমে তারা হিরণকে মিষ্টি খাওয়ায়, পরে গণধোলাই দেয়। খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন বলেন, হিরণ বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তাকে ঘোষেরহাট বাজার থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিষয়: আমার দেশ পিরোজপুর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সর্বশেষ ১ মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের ভারত সফর বাতিল ২ পত্নীতলায় স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু ৩ গাজায় অনাহারে গত ২৪ ঘন্টায় ১১ ফিলিস্তিনির মৃত্যু ৪ পাকিস্তানের পাঞ্জাবে ভারী বৃষ্টিপাত ও বন্যার সতর্কবার্তা জারি ৫ সিদ্ধিরগঞ্জে গলা কেটে নারীকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার এলাকার খবর বিভাগ জেলা উপজেলা

Post a Comment

Previous Post Next Post